দেশে করোনাভাইরাস সংক্রমণ ক্রমাগতভাবে বাড়তে থাকায় প্রান্তিক পর্যায়
থেকে নমুনা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নের
জন্য কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের দিয়ে নমুনা সংগ্রহের
উদ্যোগ নিয়েছে সরকার। গত (বৃহস্পতিবার) এ সম্পর্কে একটি চিঠি ইস্যু করেছে
স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট বিভাগ।
স্বাস্থ্য অধিদফতরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের লাইন ডিরেক্টর সহদেব
চন্দ্র রাজবংশী চিঠিতে বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ
করেছে। বর্তমানে বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত বাড়ছে। ভবিষ্যতে
আমাদের দেশেও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায়
প্রান্তিক জনসাধারণের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ চিহ্নিত করার জন্য
কমিউনিটি ক্লিনিক লেভেলে নমুনা সংগ্রহ করার প্রয়োজন হতে পারে।’ চিঠিতে
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের গাইডলাইন অনুযায়ী একদিনের
প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ করা হয়।
No comments:
Post a Comment